রূপগঞ্জ থেকে শতাধিক ধারালো ও দেশীয় অস্ত্রসহ একজন যুবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার একটি মসজিদের ওজুখানার ছাদ থেকে রামদা, ছেনি, সামুরাই, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এলাকায় আধিপত্য বিস্তার, গাজীপুরের জয়দেবপুর মদনপুর (এশিয়ান হাইওয়ে) বাইপাস সড়কের বালু ভরাটের কাজের নিয়ন্ত্রণ ও জমি বেচা-কেনার দালালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ইতিপূর্বে কয়েকদফা সংঘর্ষ ও একাধিক পাল্টাপাল্টি মামলাও হয়।
গত কয়েকদিন ধরে বিবদমান গ্রুপ দুটি আবার এলাকায় ভয়ভীতি, আতংক সৃষ্টি করতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পালাক্রমে মহড়া দিয়ে আসছে। মঙ্গলবার বিকালেও দুইপক্ষ অস্ত্রের মহড়া দিতে নেমে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন আহত হয়।
এই অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশ ওই রাতে কাওছার হোসেন নামে এক যুবককে আটক করে। পরে তার দেখানো মতে পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।
জেলা পুলিশের (গ) সার্কেল এর দায়িত্বরত সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, স্থানীয় প্রভাবশালী দুইটি রাজনৈতিক গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলছে, এরই ধারাবাহিকতায় পুনরায় মহড়া দেয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ আটককৃত যুবক কাওছার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।