মোংলা উপজেলায় দ্রুত গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান কঠোর বিধি-নিষেধ রবিবার থেকে আরও ৭ দিন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। মোংলা পৌর্ট পৌর এলাকা জুড়ে কঠোর নজরদারি ও টহল দিতে দেখা গেছে কোস্টগার্ড, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
কঠোর বিধি নিষেধের মধ্যেও মোংলা গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোংলায় উপজেলায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৭০ ভাগ। রবিবার সকালে করোনা আক্রান্ত হয়ে মোংলা পোর্ট পৌরসভার জয়বাংলা এলাকায় হাসিব মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে জেলার মোরলগঞ্জ উপজেলায় দুইজন ও শরণখোলা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গত দশদিন যাবত বাগেরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মোংলা ও মোরলগঞ্জে। বাগেরহাট সদর উপজেলাতেও সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমণের হার ৪৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল বিধি নিষেধ প্রয়োগ করে আমরা চেষ্টা করছি সংক্রমণের হার নিম্নমুখী রাখতে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, চলমান নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে।