একই সঙ্গে দেশটি কভিড-১৯ বিধিনিষেধের ক্ষেত্রে বাংলাদেশকে ‘সবুজ’ তালিকাভুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছে। ৩ মার্চ থেকে এটি কার্যকর হয়েছে।
কভিডের নগন্য বা মাঝারি মাত্রায় সংক্রমণ রয়েছে এমন দেশগুলোকে ফ্রান্স সবুজ তালিকায় রেখেছে।
ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তের ফলে বায়োএনটেক-ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা (ভ্যাক্সেভরিয়া/ কোভিশিল্ড) ও জনসনের কভিড টিকা নেওয়া যাত্রীদের বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার ক্ষেত্রে কভিড পরীক্ষা করাতে হবে না। তবে টিকা দেওয়ার সনদ থাকতে হবে।
উল্লেখ্য, প্যারিসে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশকে ফ্রান্সে কভিড বিধিনিষেধের সবুজ তালিকায় নিতে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছিল।