শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

‘বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ সুযোগ পেলেই’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

বারবার বিএনপিকে ক্ষমতায় এনেছে। আবারও জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, সুযোগ পেলেই নিয়ে আসবে। বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি। বরং জিয়াউর রহমানের মৃত্যুর পর বিভিন্ন দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ওয়ান-ইলেভেন সময়েও একটি দল রাজনৈতিক আদর্শকে বিসর্জন দিয়ে, আপস রফা করে ক্ষমতায় এসেছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

সভার শুরুতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে প্রায় ১৫-২০ মিনিট সভার কার্যক্রম বন্ধ ছিল। এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত ও বিভিন্ন ইউনিটের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লাঞ্ছিত করেন।

পরে সংগঠনের সিনিয়র নেতা এবং ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান ছাত্রদল কর্মীদের সুশৃঙ্খল হতে আহ্বান জানিয়ে বলেন, আপনারা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলেমেয়ে। সুশৃঙ্খল হবেন না কেন? আপনারা যদি সুশৃঙ্খল না হয়ে দলকে শক্তিশালী না করেন, আমরা মরে গেলেও স্মরণ করার কেউ থাকবে না। জিয়াউর রহমানের কথা কে স্মরণ করবে, খালেদা জিয়ার কথা কে স্মরণ করবে? তারেক রহমানকে কারা দেশে ফিরিয়ে আনবে?

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, জিয়াউর রহমানকে ভয় পায়, খালেদা জিয়াকে ভয় পায় এবং তারেক রহমানকে ভয় পায়। কারণ হচ্ছে, তারা যেসব জায়গায় ব্যর্থ হয়েছে বিএনপি সেগুলোতে সফল হয়েছে। বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে, দেশ বিরোধী কার্যক্রমের সঙ্গে আপস করেনি। জনগণের স্বার্থ নিয়ে আপস করেননি খালেদা জিয়া। বিএনপি ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় যায়নি। যেটা বর্তমান ক্ষমতাসীন সরকার করছে। তারা ওয়ান-ইলেভেন থেকে শুরু করে জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.