সেনবাগ উপজেলায় ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা এলাকায় জামরুল পাড়াকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রিকে বেধড়ক মারধর করে কুপিয়ে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত মো. নুরুল হুদা বাবলু (৩৫) উপজেলার ৭নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মধ্যম মোহাম্মদপুরের আলী মিয়া রাজবাড়ির মোশারেফ হোসেনের ছেলে। আজ শনিবার ভোর ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকার আলী মিয়া রাজের বাড়ির মোশারফ হোসেনের সঙ্গে একই বাড়ির আবদুর রবের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার (১৯ মে) বিকেল ৪টার দিকে আবদুল রবের নাতি অন্তর শরিয়ত উল্লাহ বতসঘরের পেছনে থাকা তার দখলীয় জায়গার একটি জামরুল গাছ থেকে জামরুল পাড়ে। এ সময় নুরুল হুদা বাবলুসহ পরিবারের সদস্যরা বাঁধা দেয়। একই বাড়ির জামাল উদ্দিন সুমন, নুর নবীর নেতৃত্বে কামাল হোসেন ও অন্তরসহ কয়েকজন কুপিয়ে ও পিটিয়ে নুরুল হুদা বাবলুসহ তার পরিবারের পাঁচজনকে আহত করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টায় বাবলুর মৃত্যু হয়।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, ঘটনার পর সেনবাগ থানায় অভিযুক্ত আটজনকে আসামি করে একটি মামলা হয়েছে। বাবুলর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা পরিণত হবে।