বৃহস্পতিবার (২০ মে) বেলা ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে জামিরুল ইসলাম তিন বছরের নাতিকে নিয়ে দাঁড়িয়ে যান। এমন দৃশ্য দেখে পথচারী কয়েকজন মুসল্লি পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে ফিলিস্তিনি শিশুদের বাঁচাও, ফিলিস্তিনিদের সাহায্য করাসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
জামিরুল ইসলাম জানান, তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। বর্বরোচিত হামলার দৃশ্য দেখে বিবেকের তাড়নায় তিনি এখানে প্রতিবাদ করছেন।
এদিকে, ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নেত্রকোণায় বৃহস্পতিবার দুপুরে ‘জেগে উঠি, রুখে দাঁড়াই, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই, আরব শিশুর পাশে দাঁড়াই’ স্লোগানে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে কাফনের কাপড় পরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মোক্তারপাড়া মিতালি সংঘের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা আ.লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, কার্টুনিষ্ট বিপুল শাহ, বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক আনোয়ার জহির লিটন, কবি এনামুল হক পলাশসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন। পরে একই স্থানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি হামলা বন্ধ করে ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান।