দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত পাটুরিয়া ঘাটে ভোগান্তি ছাড়াই যাত্রীরা পার হয়ে যাচ্ছে। মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের চাপ আজ বুধবার ঘাটে বহরে থাকা সকল ফেরি চলাচল করায় পারের অপেক্ষা থাকতে হচ্ছে না যাত্রীদের। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের কয়েকটি পয়েন্টে বিজিবি চেকপোস্ট বসিয়ে অনেক যানবাহন ঢাকার দিকে ঘুরিয়ে দিচ্ছে। একারণে যাত্রীরা রিকশা, ভ্যান ও পায়ে হেঁটে ঘাটে এসে ফেরি পার হয়ে যাচ্ছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে নৌরুটে বহরে থাকা সকল ফেরি চলাচল করছে বলে ঘাট কর্তৃপক্ষ জানান।
পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, ঈদে ঘরমুখী মানুষের স্রোত বৃদ্ধি পেয়েছে। তবে গত কয়েক দিনের মতো ঘাটে এসে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না। নৌরুটে বহরে থাকা ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে। একারণে যাত্রীরা ঘাটে আসা মাত্র ফেরিতে উঠে পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে।
যাত্রীদের সঙ্গে কথা জানা গেছে, মহাসড়কে যানজট থাকায় তিন ঘণ্টার পথ আসতে আট ঘণ্টা লাগছে। মহাসড়কে ভোগান্তির শেষ নেই।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, আজ পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সকল ফেরি চলাচল চলাচল করছে।