১ম লেগে পিএসজির মাঠে ২-১ গোলে জয়ের পর ইতিহাদের হোম ম্যাচে সিটিজেনরা জয় পায় ২-০ গোলে। দুটি গোলই করেছেন রিয়াদ মাহারেজ।
অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকায় হোম ম্যাচে ম্যানসিটির রাজত্ব দেখা গেছে শুরু থেকেই। ম্যাচের আগে পিএসজি টপ স্কোরার কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে ছিল সংশয়, এমবাপ্পে সাইডবেঞ্চে।
ম্যাচের ছয় মিনিটেই পেনাল্টির সুযোগ পায় প্যারিসিয়ানরা। জিনচেঙ্কোর কাধে বল লাগায় ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। ১১ মিনিটেই কেভিন ডি ব্রুইনার শট মার্কিনিয়োসের পা ছুয়ে পান রিয়াদ মাহারেজ। দুর্দান্ত শটে পিএসজির জাল কাপান ম্যানসিটি অ্যাটাকার।
ফার্স্টহাফে একাধিক সুযোগ আসে পিএসজির। সিটিজেন গোলকিপার এডারসন মোরায়েসকে টপকানো সম্ভব হয়নি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। ৬৩ মিনিটে ফিল ফোডেনের অ্যাসিস্ট থেকে আবারও স্কোর রিয়াদ মাহারেজের। সেই গোলেই লিড ডাবল করে সিটিজেনরা। গোল আর অ্যাসিস্টে ডাবল ফিগার ইংলিশ ফোডেনের। ছয় নম্বর প্রিমিয়ার লিগ প্লেয়ার হিসেবে ১৪ গোলের সাথে ১০ অ্যাসিস্ট এই মিডফিল্ডারের।
৬৯ মিনিটে ডি মারিয়া লাল কাড দেখায় ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ম্যাচে ফেরার আর কোন সুযোগই কাজে লাগাতে পারেনি মাওরিসিও পচেত্তিনোর ছেলেরা। তাই ২-০ গোলের দাপুটে জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানসিটি। এবারের আসরে কোন ইংলিশ ক্লাবের ১১ ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে গার্দিওলার ছেলেরা। ইতিহাদে সিটিজেনদের দুর্দান্ত জয়ের উল্লাস দেখেছে বিশ্বব্যাপী ফুটবল সর্মথকরা।