নকলায় ৩টি নকল সেমাই ও জুস কারখানায় অভিযান চালিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
নকলা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ ও জামালপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর রব (১৪) কমান্ডার এ এস পি এম সবুজ (রানা) অভিযান পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা এই ভেজাল খাদ্যবিরোধী অভিযান পরিচালনা করেন।
নকলা পৌরসভার বাজার্দী ও কায়দা গ্রামে ২টি ভেজাল সেমাই কারখানায় অভিযান চালিয়ে আঙুর মিয়া (৩৫) আ. জলিল (৫৫) ও আলমগীর হোসেন (৪০) তিন জনকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং নকলা ৫নং ওয়ার্ড ইশিবপুর গ্রামে ফাহিম সুজি ও জুস জর্দা কারখানায় অভিযান চালিয়ে নকল জুস উৎপাদনে জন্য সোহেল রানা নিজামকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
আটককৃত সেমাই কারখানার মালামাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ভবিষ্যতে এসব ভেজাল খাদ্য তৈরি করবে না বলে মুচলেকা নেওয়া হয়।