জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরল ইসলামের নেতৃত্বে আনন্দঘন পরিবেশে এই ধান কর্তন করে কৃষকের বাড়িতে তুলে দেয়া হয়।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহর উপকণ্ঠের বকচরার মাঠে এই ধান কাটেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষা বিষয়ক সম্পাদক ও দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সংস্কৃতি সম্পাদক শামীমা পারভিন রত্না, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফসারউদ্দিন, সদস্য এজাজ আহমেদ স্বপনসহ দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃব্দৃ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এ সময় জেলার প্রভাবশালি এসব রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ছিল কাস্তে। মাথায় ছিল গামছা। কেউ ধান কাটলেন, কেউ আটি বাঁধলেন, আবার কেউ ধানের আটি বয়ে দিলেন। চার বিঘা জমির ধান কেটে জেলা আওয়ামী লীগের নেতা নেত্রীরা কৃষক লিয়াকত আলি ও তার সহযোগী কৃষকের হাতে তুলে দেন।