ঘোষিত লকডাউন কঠোরভাবে কার্যকর ও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করতে এবং করোনা আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের সকল উপজেলায় ফিল্ড হাসপাতাল স্থাপন করার জন্য সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী ও জন প্রশাসন প্রতিমন্ত্রীকে এ নোটিশ দিয়েছেন।
নোটিশে বলা হয়, করোনা মহামারি থেকে দেশের মানুষের জীবন রক্ষায় সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। যা এখনও চলমান রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, এই লকডাউন যথাযথভাবে পালিত হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত স্বাস্থ্যবিধিও পরিপূর্ণভাবে প্রতিপালন হচ্ছে না। ফলে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমছে না। এ অবস্থায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মানুষকে বাধ্য করতে এবং সকল ক্ষেএে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন ছাড়া কোনো বিকল্প নেই। এ ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের প্রত্যেকটি জেলা