করোনা মহামারির সংকটে হোম বা ভ্রাম্যমাণ হাসপাতালের ব্যতিক্রমী উদ্যোগে চিকিৎসা চলছে চট্টগ্রাম নগরে। যার উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া।
করোনা মহামারীতে চলছে কঠোর বিধি নিষেধ। হাসপাতালের রোগীর চাপ। ডাক্তারের দেখা পাওয়া কঠিন। এমন সময়ে অনেককে তাৎক্ষণিক বিপদ থেকে উদ্ধারের বড় পদক্ষেপ ডা. বিদ্যুৎ বড়ুয়ার হোম হাসপাতাল।
ফোন দেওয়ার ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্সসহ রোগীর বাসায় হাজির হচ্ছেন হোম হাসপাতালের চিকিৎসক।
প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি বাসায় গিয়ে রোগী দেখেন বিদ্যুত বড়ুয়া। দিচ্ছেন টেলিমেডিসিন সেবাও। এখনো পর্যন্ত এই হাসপাতল থেকে পাঁচ শ’র বেশি রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে ১০ জনের চিকিৎসক টিম রোগীর স্বজন হয়ে কাজ করছে।
চট্টগ্রামে হোম হাসপাতালের উদ্যেক্তা ডা. বিদ্যুৎ বড়ূয়া বলেন, “সিনিয়র সিটিজেন যারা, তাদের এই বয়সে বাইরে মুভমেন্ট জরুরি বিষয়। যারা কোভিড আক্রান্ত তাদের ডাক্তারের কাছে যাওয়া একটা বিড়ম্বনার বিষয়। উনাকে নিতে দেখা যায় আরো দুইজন মানুষ দরকার হবে।”
তিনি জানান, শুধু করোনা নয়, যেকোনো রোগের ক্ষেত্রেই তারা এই সেবা দিচ্ছেন।