সম্প্রতি নির্মিত হলো একক নাটক ‘কালু চোরা’। নাটকটি রচনা করেছেন একে আজাদ। চিত্রনাট্য ও পরিচালনায় জয় সরকার।
গল্পে দেখা যাবে একটা সুন্দর রোমান্টিক স্যাড গল্প তুলে ধরা হয়েছে। অর্থাভাবে একজন যুবতী সুন্দরী মেয়েকে এক বৃদ্ধ স্বামীর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মেয়টি এই বিয়েতে রাজি হয় না সে আত্যহত্যা করতে যায়। সেই রাতে এক চোর চুরি করতে গিয়ে মেয়েকে বাঁচায় । এদের মাঝে সুন্দর সম্পর্ক গড়ে উঠে তারপর সেটা ভালোবাসায় রুপ নেয়। দুজনে বিয়ে করে সুন্দর সংসার হয়। হঠাৎ চুরির দায়ে কালু চোরা জেল সাজা হয়। সেই সুযোগে মেয়েটি আর একটা পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। ছেলেটির জীবন আবার এলোমেলো হয়ে যায়। মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে যে মেয়েকে সুন্দর একটা জীবন দিলো এবং সে ছেলেটিও নিজের জীবনকে খারাপ কাজ থেকে মুক্ত করলো সেই মেয়ে সুখে সংসার রেখে ছেলেটির বিশ্বাসের সাথে বেঈমানী করলো।এ নাটকে আরো অভিনয় করেছেন শাহেদ খন্দকার, লিরা, প্রমুখ।
পরিচালক জয় সরকার বলেন বাস্তব মুখি নিয়ে নির্মান করেছি নাটকটি। আহমেদ সাজু ও সঞ্চিতা ভালো অভিনয় করেছেন।
জয় সরকার আরো বলেন, গল্পের শেষ পরিনতি দেখতে ১৫ এপ্রিল রাত ৮ টায় চোখ রাখতে হবে কাশবন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
আহমেদ সাজু বলেন বর্তমানে মানুষের জীবনে ঘটে যাওয়া গল্পটা। এ নাটকটিও দর্শকের মন জয় করবে।