রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নিজেদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে নিজেদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকার জনগণের সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি।’ তিনি বলেন, ‘সরকার নয়, বিএনপিই জনগণকে তাঁদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করেন, এখন জনগণের জানমালের ক্ষতি করছেন তাঁরা।’

২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পরে গত মঙ্গলবার বিএনপি বলেছে, ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত -এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও তাই মনে করেন বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘এ পরিকল্পনায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি এবং এ তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।’

বিএনপি হঠাৎ গত মঙ্গলবার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর হাস্যকর অপচেষ্টা করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট, শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।’

‘বিএনপি’র ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাঁরা বলেছেন কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে।’ বিএনপির এমন দ্বিচারিতার কারণে রাজনীতির মাঠ থেকে তাঁদেরকে জনগণ দূরে সরিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের মনে করেন বিএনপির নীতি হচ্ছে সরকার যা করবে, ভালো-মন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতাপাখির মতো তাই করে যাচ্ছে। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই তাঁরা রাজনীতিতে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘করোনা সংকটে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা নেই এবং পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরো ভয়াবহ করে তুলবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দোষারোপের রাজনীতি থেকে এ মুহূর্তে বের হয়ে আসতে হবে।’ ‘করোনা নিয়ে এখন কারো রাজনীতি করা সমীচীন নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি আসলে কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়।’

বিএনপি যদি আজ এই মহামারির সময়ে প্ল্যান গেইমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে সেটাই জনগণের জন্য শুভ বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে অহেতুক সরকার বিরোধিতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানান।

ওবায়দুল কাদের মনে করেন খালেদা জিয়ার করোনা আক্রান্ত নিয়ে জনগণ শঙ্কায় আছে, কারণ এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.