কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজশাহী শহরে ব্যাটারি চালিত রিকসা, অটোরিকসা চলাচলে কিছুটা শিথিলতা দেখা গেছে। প্রথমদিন শহরে রিকশা, অটোরিকশা চলাচলা করতে দেখা না গেলেও দ্বিতীয় দিন এসব পরিবহন চলতে দেখা গেছে। তবে নগরীর সব শপিংমল বন্ধ ও বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা রয়েছে।
এছাড়া কাঁচাবাজার ও পাড়া মহল্লার দোকান খোলা রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের টহল ও চেকপোস্ট। অপ্রয়োজনে কেউ বাইরে বের হলে পড়তে হচ্ছে জেরার মুখে, গুণতে হচ্ছে জরিমানাও।
এদিকে, নাটোরে লকডাউনের দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। সকাল ছয়টা থেকে লোকজনের চলাচল বেড়ে গেছে। তবে পুলিশ আগের দিনের মতই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে যান চলাচল এবং জনগণের চলাচল সীমিত করতে দেখা গেছে। এছাড়াও নাটোর শহর সহ বিভিন্ন উপজেলায় পুলিশ তাদের টহল জোরদার রেখেছে। তবে শহরে কিছুটা কঠোরতা দেখা গেলেও গ্রামে একেবারেই উপেক্ষিত থাকছে।
উপজেলা পর্যায়ে বাজার হাটগুলোতে জনসাধারণের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে। র্যাব পুলিশ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনগণকে ঘরে রাখা কঠিন হয়ে পড়ছে। খেটে খাওয়া মানুষের চেয়ে অযথা ঘোরাফেরা করা লোকের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।