বুধবার স্থানীয় সময় দুপুরে সেনারা বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙ্গে করে থাজিন ওয়ার্ডের বাড়িগুলিতে তল্লাসি চালায় এবং গুলি ছুঁড়ে। তবে এ ঘটনায় কতজন মারা গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া মঙ্গলবার দেশটির মান্দালয়ায়ে দুই জন, ভারতের সাথে দেশটির সীমান্ত এলাকা তামুতে এক দম্পতি এবং ইয়াঙ্গুন এ একজনকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। দেশজুড়ে নববর্স পালনের মধ্যেই ঘরবাড়িগুলোর দেয়াল লাল রঙ করে ‘স্বৈরাচারের বিরুদ্ধে রক্তাক্ত প্রচারণা’ নামে বিক্ষোভ প্রর্দশন করেছে দেশটির জনগনে।
এদিকে জান্তা বিরোধী চিকিৎসকদের নির্বিচারে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ৪০ এর বেশি শিশুসহ সাত শতাধিক জনগনকে হত্যার খবর নিশ্চিত করেছে।