রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

মোড়ে মোড়ে চেকপোস্ট, মুভমেন্ট পাসে চলাচল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

মিষ্টির ব্র্যান্ডের গাড়ি নিয়ে বের হয়েছিলেন স্বাধীন। গাড়ি ভর্তি মিষ্টান্ন জাতীয় খাবার। কিন্তু তাঁর কাছে মুভমেন্ট পাস বা কর্তৃপক্ষ থেকে দেওয়া কোনো অনুমতিপত্র নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনেও পাচ্ছেন না। বেশ চিন্তিত স্বাধীন বললেন, ‘আমি এখন এই গাড়ি নিয়া কী করব!’ রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ের ঘটনা এটি। মানুষের চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন মোড়ে আছে পুলিশের চেকপোস্ট। বিনা কারণে চলাচলের ওপর পুলিশকে কিছুটা কঠোরই দেখা গেল।

আজ বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আগের লকডাউন ছিল ঢিলেঢালা এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়নি। তবে এবার শুরু থেকেই বলা হয়েছিল, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া মুভমেন্ট পাস নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য চলাচল করা যাবে।

যে কোনো বাহনকেই থামিয়ে প্রয়োজন এবং চলাচলের অনুমতি দেখতে চাচ্ছে পুলিশ

যে কোনো বাহনকেই থামিয়ে প্রয়োজন এবং চলাচলের অনুমতি দেখতে চাচ্ছে পুলিশ
ছবি: আইচ বিডি নিউজ

মো. সজীব হোসেন একটি বহুজাতিক কোম্পানির ডিলারের অধীনে কাজ করেন। বাটা সিগন্যাল মোড়ে পুলিশ তাঁকে আটকে দেয়। ওই বহুজাতিক কোম্পানির ডিলারদের চলাচলের পাস থাকলেও তাঁর জন্য নেই। তাই তিনিও বিপদে পড়েছেন। বাটা সিগন্যাল মোড়ে দায়িত্বরত সার্জটন্ট সাইফুল বলেন, প্রত্যেককেই পাস দেখাতে হচ্ছে। প্রয়োজনের বাইরে কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

পাস বা কোনো অনুমতিপত্র না থাকলে তাদের ফেরতও পাঠানো হচ্ছে। শাহবাগ মোড়ে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন খান মোড়ের এক পাশে রাখা মোটরসাইকেল দেখিয়ে বললেন, একজন কোনো কিছু দেখাতে পারেননি। তাই মোটরসাইকেল রেখে কাগজ আনতে গিয়েছেন।

রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, সায়েন্সল্যাব, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার মোড়গুলোতে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। প্রিন্ট কপি বা মোবাইলে মুভেমন্ট পাসে দেখিয়ে অনেককেই চলাচল করছেন। সড়কে কিছু ব্যক্তিগত যান, মোটরসাইকেল, রিকশা ও পণ্য পরিবহনের পিকআপ ও ট্র্যাক ছাড়া অন্য কোনো বাহনের দেখা মেলেনি। পয়লা বৈশাখের ছুটির দিন হিসেবেও মানুষের চলাচল কম।

মিরপুর এলাকায় লকডাউনে চলাচলে পুৃলিশি চেকপোস্ট।

মিরপুর এলাকায় লকডাউনে চলাচলে পুৃলিশি চেকপোস্ট।

মিরপুরের ১, ২ ও ১০ নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া, গাবতলীতে পুলিশে চেকপোস্ট বসেছে। যানবাহনের সংখ্যা কম। যৌক্তিক কারণ না দেখাতে পারলে পুলিশ তাদের ফেরত পাঠাচ্ছে। কোথাও কোথাও মামলা ও জরিমানাও করা হচ্ছে।

মো. আলী নামের একজন সিএনজি অটোরিকশা চালক সকালে মিরপুর থানার সামনে পুলিশের চেকপোস্টে পড়েন। বের হওয়ার কোনা কারণ দেখাতে না পারায় তাঁকে ১২০০ টাকা জরিমানা করা হয়। মিরপুর থানা পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, এখানে আরও ৫টি রিকশা জব্দ করা হয়েছে।

পাইকপাড়া চেকপোস্টে ছিলেন পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামাল হোসেন বলেন, মিরপুর বিভাগে ১১টি চেকপোস্ট ও ২টি মোবাইল কোর্ট রয়েছে। মুভমেন্ট পাস ও যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠানো হচ্ছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.