কলম্বো পৌঁছে তিনদিনের বাধ্যতামূলক হোটালে কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে মুমিনুল-মুশফিকরা। করোনা সতর্কতায় টাইগারদের জন্য থাকছে না স্থানীয় কোন দলের সাথে অনুশীলন ম্যাচ। নিজেদের মধ্যে ভাগ হয়ে গার গরমের ম্যাচ খেলতে হবে বাংলাদেশ দলকে।
দেশ ছাড়ার আগে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের কন্ডিশনের সাথে মিল থাকায় লঙ্কান আবহাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হবে না খেলোয়াড়দের।
আগামী ২১ এপ্রিল পাল্লেকেলেতে প্রথম টেস্ট, এছাড়া একই ভেন্যুতে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শহীদুল ইসলাম এবং নুরুল হাসান।