কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা থাকলেও করোনা রোগি ভর্তি রয়েছে ৪০০ জন। অর্থাৎ বেডের চেয়েও ১৫০ জন অতিরিক্ত ভর্তি রয়েছেন। শুধু তাই নয়, প্রতিদিন হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগির তুলনায় ভর্তি রোগীর সংখ্যাও বেশি। সর্বোচ্চ সংক্রমণের মধ্যে শয্যা খালি না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা।
২৪ ঘন্টায় দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, মোট প্রাণহানি ছাড়াল ৯ হাজার ৬৬১ জন। একদিনে ৫ হাজার ৩শ’ ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯শ’ ৩৭ জনের।