মির্জাপুরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করে সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত ওই কর্মকর্তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম প্রাইম ব্যাংক মির্জাপুর শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত আছেন। সে রাজশাহী জেলার বাঘমারা উপজেলার ঝিকড়া গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার অফিস শেষে ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সন্ধা সাড়ে সাতটার দিকে বাড়ির উদ্দেশ্যে মির্জাপুর বাইপাস স্টেশনে যান। এসময় একটি মাইক্রোবাসের চালক সিরাজগঞ্জে যাবে বলে স্টেশন যাত্রী ডাকতে থাকে। জাহাঙ্গীর আলমসহ অন্য আরও তিনজন যাত্রী হয়ে ওই মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাস ছাড়ার দুই মিনিট পড়েই মাইক্রোবাসে থাকা অন্য যাত্রীরা নিজেদের ছিনতাইকারী দাবি করে জাহাঙ্গীর আলমের চোখ-মুখ, হাত-পা বেঁধে ফেলে। এ সময় ছিনতাইকারীরা মারধর করে তার কাছে থাকা নগদ ১৪শ টাকা ও ব্যাংক কার্ড নিয়ে নেয়। পরে ব্যাংক কার্ডের পাসওয়ার্ড নিয়ে তার হিসেব থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা।
পরে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় তাকে ফেলে রেখে চলে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা রাত সাড়ে নয়টার দিকে ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে কুমুদিনী হাপসাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই খাইরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগ পাইনি।