রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ শোনাবেন মুক্তিযোদ্ধারা প্রবাসের নতুন প্রজন্মকে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১

অবস্হানরত মুক্তিযোদ্ধাদের মাধ্যমে নতৃন প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনানোর ব্যবস্হা করার আশ্বাস দিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আমিরাতে অবস্হানরত প্রবাসী মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি।

গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) বাদে জোহর আবুধাবীস্হ বাংলাদেশ দূতাবাস কনফারেন্স রুমে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে  এ সময়ে  প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাকের হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম নুরু ও প্রজন্ম বঙ্গবন্ধুর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিন, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক এম আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাগণ মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রদূত বাল্যকালের নিজের চোখে দেখা মুক্তিযুদ্ধের স্মৃতি কথা তুলে ধরেন। মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ও স্মৃতি  নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশের কোন রাষ্ট্রদূতের সাথে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস এম রফিকুল ইসলাম আগামী বিজয় দিবসের অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান এবং প্রজন্ম বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.