নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় তিস্তার দুই পাড়ে সকাল থেকেই লোকজন জড়ো হতে থাকে। ঘড়ির কাঁটায় ঠিক ১১টা বাজার সাথে সাথেই এসব এলাকার সকল হাট-বাজার ও বন্দরের দোকানপাট বন্ধ করে নদীর পাড়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে পড়েন লোকজন। এসময় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে দাঁড়িয়ে পড়েন সড়কপথে চলাচলকারী মানুষও। ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে সবকিছু।
তাদের দাবি, তিস্তার ভয়াল গ্রাসে সর্বশান্ত কয়েক লাখ মানুষ। মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে তিস্তা পাড়ের লাখো মানুষের আর্থ সামাজিক প্রেক্ষাপট উন্নয়নে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নেরও দাবি জানানো হয়।