প্রতিযোগিতায় নোয়াখালী পৌর শহরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তিনটি বিভাগে শহরের অন্তত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আগামী ২৬শে মার্চ চিত্রাংকণ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
চিত্রাংকণ প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, শিশু থেকেই স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুকে না জানলে স্বাধীনতাকে জানা হবে না। তাই শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে জানান দিতেই পৌরসভা এ আয়োজন করেছে।