গ্রামের লোকে পাগল বললেও থেমে থাকেন নি। ২৪ বছর ধরে নিজের সব সম্পদ ব্যয় করে শুধু গাছ লাগিয়েছেন দাদু সাদিমান নামে পরিচিত ৬৯ বছরের এই কৃষক।
দুই দশক আগে দাবানলে উজাড় হয় জাভা প্রদেশের জেনদল ও আমপিয়াং পাহাড়, শুকিয়ে যায় সব জলাধার। এরপর দিন রাত এক করে গাছ লাগনো শুরু করেন দাদু। জলাধারে ফিরে আসে পানি…ধীরে ধীরে সবুজ হয়ে ওঠে বিস্তীর্ণ এলাকা।
কৃষক দাদু সাদিমান বলেন, আমি গাছ না লাগালে এই এলাকা বিরান ভূমিতে পরিণত হতো। প্রথমে যখনকলা গাছের বীজ লাগানো শুরু করলাম, লোকে হাসাহাসি করতো। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, কলা গাছ মাটিতে সবচেয়ে বেশি পানি ধরে রাখতে পারে। আমি জলাধার বাড়াতে চেয়েছিলাম। জীবনের সমস্ত শক্তি, সব সম্পত্তি ব্যয় করে, আমি দেশের জন্য লড়াই করেছি।
দুই দশকে ৬১৭ একর জমিতে ১১ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন সাদিমান। স্বপ্ন পূরণে ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করে ব্যয় করেছেন নিজের সর্বস্ব।
দীর্ঘসময় পানির অভাবে বছরে একবার শস্য উৎপাদন করতে পারতেন এই এলাকার বাসিন্দারা। এখন বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত পানি পেয়ে বছরে দুই থেকে তিনবার চাষ করতে পারেন তারা।