বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ঃ
সতর্ক থাকার নির্দেশ আইজিপির সীমান্তের জেলাগুলোকে ঘুম হারাম হয়ে গেছে ভারতের: সংসদে শেহবাজ শরিফ ব্যাপক প্রাণহানির শঙ্কা, ভারত-পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে ঘূর্ণিঝড় আসার আভাস ও দুটি তীব্র তাপপ্রবাহ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা জানা গেল এএসপি পলাশ নিজের মাথায় গুলি করেন পাকিস্তান সেনাবাহিনী ‘পূর্ণ ক্ষমতা পেল’ ভারতকে জবাব দিতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজবাড়ীর পাংশায় কিশোরীকে অপহরণ, ২৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আরও ৪ মামলায় নতুন করে গ্রেপ্তার চিন্ময়

আরও ৪ মামলায় নতুন করে গ্রেপ্তার চিন্ময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে। পুলিশের কাজে বাধা দেওয়া, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে নতুন এই চার মামলায় গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, কোতোয়ালি থানার পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা চারটি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা। (মঙ্গলবার) সকালে আদালত ভার্চুয়াল শুনানি শেষে আদালত চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে গতকাল আইনজীবী আলিফ হত্যা মামলাতেও চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে নতুন করে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় দাসকে।

গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews2012@gmail.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.