জাতীয় পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো রাতের অন্ধকারে ভারত পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে আল্লাহর রহমতে এবং জাতির দোয়া ও সমর্থনে সাহসী সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
জাতীয় পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো রাতের অন্ধকারে ভারত পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে আল্লাহর রহমতে এবং জাতির দোয়া ও সমর্থনে সাহসী সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি বলেন, গত রাতে ভারত ৮০টি যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানের ছয়টি স্থানে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল, যার মধ্যে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে), বাহাওয়ালপুর, শাকরগড় ও সিয়ালকোট অন্তর্ভুক্ত।
তিনি আরো বলেন, জাতি এই বড় জয়ে অভিনন্দন প্রাপ্য, কারণ সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছে, সঠিক পরামর্শ ও পরিকল্পনার ভিত্তিতে একতাবদ্ধ হয়ে কাজ করেছে। আরো ভারতীয় বিমান ভূপাতিত করা সম্ভব ছিল বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি সব রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দল পিটিআইয়ের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে শক্তিশালী ও অজেয় করার প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে।
ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী বাসিন্দারা যে চিত্র দেখল
এ ছাড়াও প্রধানমন্ত্রী জানান, বেলুচিস্তানে ট্রেন অপহরণ ঘটনার সঙ্গে ভারতের জড়িত থাকার অকাট্য প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে, যেখানে ভারত সন্ত্রাসী সংগঠনগুলোর (যেমন বিএলএ ও টিটিপি) সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। ওই হামলায় বেশ কয়েকজন নিরীহ মানুষ নিহত ও অনেকেই আহত হয়েছে। এসএসজি তাদের পেশাদার দক্ষতায় জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তিনি বলেন, ‘ভারত এই ঘটনার নিন্দা জানায়নি বরং একে নিয়ে উপহাস করেছে, যা ইতিহাসে ঘৃণ্য ভাষায় লেখা থাকবে।’
প্রধানমন্ত্রী সংসদকে আরো জানান, তিনি পরিস্থিতির অবনতির বিষয়ে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, কাকুল সফরের সময় তিনি স্পষ্টভাবে বলেছিলেন, পাকিস্তানের ওই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং এমনকি এটি তদন্তের জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন, যা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করবে। কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
শেহবাজ সংসদকে সামরিক নেতৃত্বের অবদানের স্বীকৃতি দিতে একটি প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানান, যারা দেশকে রক্ষা করেছে।