সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন।
খালেদা জিয়াকে বরণ করে নিতে রাস্তায় আছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন।
এদিকে খালেদা জিয়ার আগমন ঘিরে রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে যাতে যানজট বা বিশৃঙ্খলা না হয়, সে জন্য পুরো পথে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে তার বাসভবন ‘ফিরোজা’ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিন সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত জড়ো হন বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা জড়ো হয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ও ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা পিকআপ কিংবা বাসে করে গান বাজাতে বাজাতে দলের পতাকা, দেশের পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন নেত্রীকে স্বাগত জানাতে। কেউ-কেউ মাথায় দলের পতাকা লাগিয়ে এসেছেন।