জম্মু ও কাশ্মিরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ সোমবার রুদ্ধদ্বার আলোচনা করতে চলেছে। গ্রিক প্রেসিডেন্সি কর্তৃক আজ বিকেলে নির্ধারিত এই বৈঠকটি ইসলামাবাদের অনুরোধে ডাকা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর রবিবার জানায়, তারা পহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক উন্নয়ন সম্পর্কে জাতিসংঘকে অবহিত করবে, যার মধ্যে ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত করাও অন্তর্ভুক্ত।