বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ঃ
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজবাড়ীর পাংশায় কিশোরীকে অপহরণ, ২৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আরও ৪ মামলায় নতুন করে গ্রেপ্তার চিন্ময় ১০ দিনের ছুটি ঘোষণা ঈদুল আজহায় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রীসহ তিনজনের মৃত্যু খালেদা জিয়াকে শুভেচ্ছা নেতাকর্মীদের ফুল, ব্যানার, স্লোগানে রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন হামাসের হাত থেকে মুক্তি, নিজ দেশ ইসরায়েলে গিয়ে ধর্ষণের শিকার পরিকল্পনা গাজা দখলের, ইসরাইলের নিরাপত্তা সভায় অনুমোদিত আজ পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে নিরাপত্তা, রুদ্ধদ্বার বৈঠক পরিষদের

১ কোটি ২৪ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
দেশে কোরবানিযোগ্য এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রবিবার (৪ মে) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল বা পরিবহন নিশ্চিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ফরিদা আখতার জানান, এবার পবিত্র ঈদুল আজহার জন্য কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এরমধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতি রয়েছে ।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদাপূরণে কাজ করে যাচ্ছে সরকার।

খামারিদের আশ্বস্ত করে তিনি বলেন, আগামী কোরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি, যাতে আমাদের গবাদিপশুর বাজার স্থিতিশীল থাকে। পশু যাতে আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিয়ে খামারিদের সঙ্গে কথা হয়েছে।

এ বছর গবাদিপশু আমদানি করার প্রয়োজন নেই। আমাদের দেশীয় উৎপাদিত যে গবাদিপশু খামারিরা মনে করেন, তা যথেষ্ট। প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা ঠিক আছে।তিনি আরো বলেন, প্রতি বছরের মতো এ বছরও প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা নিরুপণ করেছে।

এ বছরে কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতিসহ সর্বমোট ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদিপশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। 

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews2012@gmail.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.