ভারত-পাকিস্তান দ্বৈরথের কোনো জুড়ি নেই। বিশ্বকাপ ফাইনালের চেয়েও যেন এই ম্যাচের উত্তাপ বেশি। শতকোটি মানুষের চোখ আটকে থাকে টিভি পর্দায়। কিছুক্ষণ পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
এবার শক্তিমত্তা আর ফর্মে ভারত বেশ এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস এই ম্যাচের আগে নিজেদের প্রেডিকশন জানিয়ে দিয়েছেন।
ওয়াকার ইউনুস মনে করছেন, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াবে পাকিস্তান। অন্যদিকে ওয়াসিম আকরাম ভারতকেই ফেবারিট মানছেন।
বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের সঙ্গে আলাপের সময়ে ওয়াকার ইউনুস বলেন, ‘আমার মন বলছে পাকিস্তান (জিতবে)। কারণ এখন পর্যন্ত যতটুকু দেখেছি, নিউইয়র্কের উইকেটে পেস বোলারদের বাড়তি সুবিধা দিচ্ছে।’
তবে পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও ভারত এগিয়ে থাকবে বলে মত ওয়াসিম আকরামের, ‘ফর্ম বিচার করলে ভারত ভালো দল। ভালো বলতে আমি বুঝাতে চাচ্ছি, এই ম্যাচে তারাই ফেবারিট। আমার মতে, ভারতের জয়ের সম্ভাবনা ৬০ ভাগ ও পাকিস্তানের ৪০ ভাগ।’