দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতায় চলমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ আবুল খায়ের গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৪ জন খেলোয়াড় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন।
এরা হলেনঃ বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ইভা ও ওয়ারসিয়া খুশবু। তিন পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আড়াই পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও কাজী জারিন তাসনিম যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। পঞ্চম রাউন্ডের খেলা আজ (সোমবার) বাংলাদেশ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতবারের মহিলা চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে কান বিশ্লেষণ ধারার খেলায় ৩৬ চালের মাথায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতের বিরুদ্ধে জয়ী হন। মহিলা ফিদে মাস্টার নোশিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন সাদা ঘুঁটি নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজার ফ্রেঞ্চ ডিফেন্সের বিরুদ্ধে ক্লাসিক্যাল পদ্ধতিতে খেলে ৬০ চালের মাথায় জয়ী হন। খুশবু আলোকে পরাজিত করেন।
খুশবু কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে কালিনিকভ বিশ্লেষনে খেলে ৫৯ চালে জয়ী হন। মহিলা ফিদে মাস্টার ইভা ওয়াদিফার সাথে ড্র করেন। ওয়াদিফা সাদা ঘুঁটি নিয়ে মহিলা ফিদে মাস্টার ইভার সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে কান বিশ্লেষণ ধারায় খেলে ৩৮ চালে ড্র করেন। জারিন তাসনিয়া তারান্নুম অর্পাকে পরাজিত করেন। জারিন কালো ঘুঁটি নিয়ে ট্রম্পস্কি এ্যাটাক পদ্ধতির খেলায় ৪১ চালে অর্পাকে পরাজিত করেন। বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালকুদার রাজশাহী বিভাগের সাবিহা মারাজানাকে পরাজিত করেন। প্রতিভা সাদা ঘুঁটি নিয়ে সাবিহার ওল্ড ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৫৭ চালে মাথায় জয়ী হন। আগামীকাল (মঙ্গলবার) বেলা ৩-১৫ (সোয়া তিন) টা হতে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। ষষ্ঠ রাউন্ডে মহিলা ফিদে মাস্টার ইভা আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সাথে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতের সাথে, জারিন মহিলা ফিদে মাস্টার নোশিনের সাথে, খুশবু অর্পা’র সাথে, সাবিহা আলোর সাথে এবং ওয়াদিফা প্রতিভার সাথে খেলবেন।
মিডিয়া কমিটি বাংলাদেশ দাবা ফেডারেশন টুর্নামেন্টটি লাইভ খেলা দেখার জন্য ক্লিক করুন followchess.com এ https://live.followchess.com/#!41st-national-w-2022