অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লার চালানসহ ৫ চোরাচালানিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের আলী নুরের ছেলে আলী হোসেন, একই গ্রামের শাহ নুরের ছেলে ছালিম মিয়া, পার্শ্ববর্তী বেতাগড়া গ্রামের অযুদ মিয়ার ছেলে মোক্তার হোসেন, আবুল কালামের ছেলে ইব্রাহিম, মন্দিয়াতা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহেল মিয়া।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, ৫ চোরাচালানিকে গ্রেফতারকালে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা প্রায় ৭ মেট্রিক টন কয়লা, একটি স্টিল বডি (ছোট) ট্রলার জব্দ করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াঘাট বিওপির নিয়ন্ত্রিত সীমান্তগ্রাম লালাঘাট এলাকা দিয়ে সোমবার ভোরে একদল সংঘবদ্ধ চোরাচালানি ভারত থেকে বিনাশুল্কে বস্তাভর্তি বেশ কয়েক টনের একটি কয়লার চালান এপারে নিয়ে আসে। এ কয়লা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিয়ে যাওয়ার পথে তাহিরপুরের পাটলাই নদীতে কয়লাসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় অপর ৭ জন সাঁতরে পালিয়ে যায়।