বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা গ্রামে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম দুলাল মিয়া (৬৫)। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ রবিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষনা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলাল মিয়া নিজের গোয়ালঘরের ভেতরে গরুকে খাবার দিচ্ছিলেন। এসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ গোয়ালঘরের পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুলাল মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের ঘটনায় কৃষক দুলাল মিয়ার একটি গরুও মারা যায়।
বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম বলেন, কৃষক দুলাল মিয়া গোয়ালঘরের ভেতরে বজ্রপাতের কবলে পড়ে মারা যান। এসময় তার একটি গরুও মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।