নিজেদের তিনটি গরু নিয়ে হাটে বিক্রি করতে আসে নাঈম ইসলাম (১৭)। একটি বিক্রি হলেও অন্য দুইটিকে নিয়ে সন্ধ্যার পরও হাটে অপেক্ষায় ছিল। এ সময় হাটের চারপাশে টানানো বিদ্যুতের একটি তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ধরনের ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে।
স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, নিহত নাইম ইসলাম হচ্ছেন- উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নাইমের পিতা আব্দুল কাদির জানান, তিনি আজ বুধবার দুপুরে নিজের তিনটি গরু নিয়ে চন্ডীপাশা খেলার মাঠে অস্থায়ী পশুর হাটে আসেন বিক্রি করতে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে শামীম ও নাইম। একটি গরু মহাসড়কের পাশে ও অন্য দুইটি গরু নিচে মাঠের এক জায়গায় ছিল। মহাসড়কের পাশের গরু বিক্রি হলেও অন্য দুইটি বিক্রি হচ্ছিল না বিধায় অপেক্ষা করছিলেন। এ সময় ছোট ছেলে নাইম বড় ভাইকে দেখতে মহাসড়ক থেকে নিচে নেমে মাঠে যায়।
কিছুক্ষণের মধ্যে লোকমুখে জানতে পারেন একটি ছেলে মারা গেছে। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন নিহত ওই ছেলেটিই তাঁর। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায়, অনেক আগেই তিনি মারা গেছেন।