রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

পদ্মা সেতুর নামকরণ হয়নি, শেখ হাসিনার নামে কেন : জানালেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২

হাসিনার নামে যে কারণে পদ্মা সেতুর নামকরণ করা হয়নি, তা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, সবার আক্ষেপ, আমারও ছিল আক্ষেপ। সবাই চেয়েছে নিজস্ব অর্থায়নে যখন পদ্মা সেতু, এই সেতু নির্মাণে অন্য কারও কোনো কৃতিত্ব নেই। একজনেরই কৃতিত্ব। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

কেন পদ্মা সেতুর সঙ্গে তার নাম থাকবে না? এটা ছিল সারা দেশের দাবি। কী বলেন? দাবি ছিল না? সারা বাংলায় এটাই ছিল দাবি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এই দাবি গ্রহণ করেননি। নাকচ করে দিয়েছেন এবং বলেছেন, যে পদ্মা সেতুর জন্য আমার গোটা পরিবার এত অপমানিত, জাতি হিসেবে আমাকে অসম্মান করা হলো, সেখানে আমার বা আমার পরিবারের কারও নাম সেখানে থাকবে না। নেত্রী- আজকে এটাই শুধু সান্ত্বনা নিয়ে যাচ্ছি, আপনার নাম পদ্মা সেতুর সঙ্গে আপনি যুক্ত করলেন না। কিন্তু এটাও বলি, আমরা জানি—

কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে
ব্যানারে লিখো নাম, মুছে যাবে
পাথরে লিখো নাম, ক্ষয়ে যাবে
হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে।

আপনি হৃদয়ে নাম লিখেছেন। বঙ্গবন্ধু যেমন করে লিখেছেন, তেমনি বঙ্গবন্ধু কন্যা আপনিও আপনার নাম যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন গ্রাম-বাংলায় সগৌরবে, সম্মানের সঙ্গে আপনার নামটি অহঙ্কারের সঙ্গে উচ্চারিত হবে।

You have made us stand taller
You have made us look brighter
You have made us feel smarter
You have shown the way out of poverty
You have shown the way out of darkness
Sheikh is the right person for Bangladesh at the right time

আবার যদি ইচ্ছে করে, আবার আসি ফিরে দুঃখ-সুখের ঢেউ খেলানো পদ্মা নদীর তীরে

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.