বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ অভিযোগ করা হয় ।
বিবৃতিতে বলা হয়- শনিবার আওয়ামী লীগের দেশব্যাপী বিক্ষোভ মিছিল থেকে ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। একই সময়ে নেতাকর্মীদের ৪টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া আশপাশের কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়।
খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ৬টা দোকান ভাঙচুর করে এবং প্রায় ২৫ জন নেতাকর্মীকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ভাঙ্গাব্রিজ এলাকায় গেলে বিএনপির কর্মীরা মিছিলের ওপর হামলা করে। এ সময় তাদের ধাওয়া দেওয়া হয়। তারা শান্ত পরিস্থিতিকে অশান্ত করেছে।