পঞ্চগড় জেলাপ্রতিনিধি: পঞ্চগড়ে কাঁচা চা পাতার মুল্য ১৮ টাকা কেজি দরে নিধারণ করা হয়েছে। বুধবার (১৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাঁচা চা পাতার মুল্য নিধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কর্মকর্তা ড.শামিম আলম মামুন,সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক, চাষী আমিরুল ইসলাম খোকন, আবু তোয়ারবুর রহমান, মো.আবু বক্কর সিদ্দিক,মো.সায়েদ আলী, নুরুজ্জামান শাহ,শাহজান খান, চা ফ্যাক্টরীর মালিকরা বক্তব্য রাখেন। এসময় ক্ষুদ্র চা চাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, কাঁচা চা পাতার মুল্য ১৮ টাকা নিধারণ করা হয়েছে। বৃষ্টির পানিতে ভেজাপাতা থাকলে ১০ পারসেন কর্তন করতে পারবে। এবং বৃস্টির পানি ছাড়া ভেজাপাতা ক্রয় করতে পারবে না ফ্যাক্টরীর মালিকরা।কাঁচা চা পাতা দাম নিয়ে বেশ কিছু দিনধরে চা চাষিরা আন্দোলন করে আসছিল।সেই প্রেক্ষিতে আগে চা ফ্যাক্টরী গুলো ১২ টাকা কেজি দরে কাচা চা পাতা ক্রয় করে আসছিলো। এতে চা চাষিদের চায়ের উৎপাদন খরচ উঠতো না। বাদ্য হয়ে ফ্যাক্টরীগুলোতে পাতা সরবরাহ বন্ধ করে.কাঁচা চা পাতা রাস্তায় ফেলে দিয়ে সমাবেশ ও রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেন। জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন তাদের দাবী পেষকরেন।জেলা প্রসাশক সব পক্ষকে একত্রে করে আলোচনা করেন,সবার সম্মতি নিয়ে কাঁচা চা পাতার মুল্য প্রতি কেজী ১৮ টাকা নিদ্ধারন করেদেন।
মোঃএনামুল হক
নিজস্ব প্রতিনিধি পঞ্চগড়