মহাসড়কে গজারিয়া অংশে মিক্সার মেশিনের ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত এবং তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ‘মুন’ নামে একটি সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একটি ট্রাকটি পাম্পের সামনে পার্ক করা একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা চার জন চাপা পড়েন। ঘটনার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় আম্বিয়া খাতুন (৫৫) নামে এক নারী নিহত হন। আহতরা হলেন– মো. অলি আহমেদ (২২), রিয়া আক্তার (১০) মো. কাইয়ুম (১৫)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পূর্বপাড়া এলাকায়। প্রাইভেটকারটি কুমিল্লা থেকে ঢাকা এয়ারপোর্ট যাচ্ছিল।
নিহতের স্বামী মো. সুলতান মিয়া বলেন, ‘আমাদের ছেলে জসিম দীর্ঘদিন সৌদি আরবে ছিল। আজ সকালে আমার ছেলে দেশে ফিরছে। তাকে আনার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল পরিবারের সদস্যরা।’
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। একজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।