বন্যায় আসামের ২৬ জেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর পাহাড়ি শহর দিমা হাসাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির সড়ক, ঘরবাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজ্যটিতে উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন। তবে যান চলাচল ব্যাহত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কাছার জেলা। অরুণাচল প্রদেশেও বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। আসাম ও অরুণাচল প্রদেশ- দুই রাজ্যেই আগামী কয়েক দিন ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। যেকারণে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।