শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

ইজিবাইক চালকদের বিক্ষোভ লাইসেন্সের দাবিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২

পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের নীতিমালা ২০২১ অনুযায়ী অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে চাঁদাবাজি ও প্রতারণা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বরিশালে।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করে ব্যাটারিচালিত রিকশাভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এতে শত শত ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকচালক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্যা সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশালের কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের হুমকি ও হামলা করা হচ্ছে প্রতিনিয়ত। ক্ষমতাসীন দলের লোকজন শ্রমিকদের বিচ্ছিন্ন করতে এমনটা করছে।

তিনি বলেন, রোববার দুপুরে বিআরটিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল। লোহারপোল এলাকায় প্রচারণা চালানোর সময় ১০ জন বাসদের শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের ওপর হামলা চালায়। পরবর্তীতে বিকালে নতুনবাজার, পলাশপুরসহ বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। পাশাপাশি গত দুই দিন ধরে কাশিপুর, কালিজিরা ও সাগরদি এলাকায় সন্ত্রাসীরা বাসদের শ্রমিকনেতাদের নানাভাবে হুমকি দিচ্ছে।

মনীষা বলেন, খেটে খাওয়া মানুষদের নির্যাতন করে লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী যখন ব্যাটারিচালিত যানবাহন বৈধ সেহেতু এসব যানবাহনে অবিলম্বে লাইসেন্স দেওয়ার দাবি জানাচ্ছি।

এ সময় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ ও জলাবদ্ধতা নিরসনে খাল, ড্রেন ও ভাঙা সড়ক সংস্কারের দাবি জানানো হয়।

সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.