ধানমন্ডি এলাকার শুক্রবাদে আবাসিক ভবনের নিচ থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
তিনি শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনের মেসে থাকতেন। বুধবার ভোরে ভবনের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তার বাবা রতন রায়। গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার ততরা গ্রামে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স করেছেন।
বুধবার সকাল পৌনে সাতটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ রায়ের বন্ধু পঙ্কজ রায় জানান, আকাশ ভোরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। কী কারণে ছাদ থেকে লাফ দিয়েছে বলতে পারছি না।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
তিনি আরও বলেন, চার তলা থেকে লাফ দিলে শরীরে বড় ধরনের ইনজুরি থাকার কথা। কিন্তু সেরকম কোনো ইনজুরি পাওয়া যায়নি।