রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

দেশের সর্ববৃহৎ পায়রা তাপ-বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Taj Afridi
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২

আজ বেলা ১২টায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

প্রকল্প সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা ১১টায় কোল জেটিতে ২০০ নৌকা থেকে পতাকা নাড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাকে অভিবাদন জানান হয়।

 

শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ‘সবার জন্য বিদ্যুৎ, প্রধানমন্ত্রীর উদ্যোগ’ বাস্তবায়ন হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করছে তারা।

পটুয়াখালীর পায়রা নদী তীরে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটির মাধ্যমে বিশ্বে ১১তম দেশ হিসেবে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্ট চালু করল বাংলাদেশ।

এই অনুষ্ঠান থেকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন শেখ হাসিনা। দুই বছর পর সরাসরি কোনো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি। বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ ও চীন। অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক।

২০২০ সালে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটই উৎপাদনে আসে। এরইমধ্যে সঞ্চালন লাইনের সক্ষমতা অনুযায়ী সাড়ে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.