মূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণে না আসার পেছনে সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দ্র্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপিই যদি কাজ করে, তবে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
ইউক্রেনে যুদ্ধ ও রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।
আওয়ামী লীগ নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছেন বলেও মন্তব্য ফখরুলের।