রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় এসব কথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, এই ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের এখনই পদত্যাগ করা উচিৎ। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দেয়া উচিত বলেও মন্তব্য করেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, দব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রত্যেকটি দ্রব্যের দাম যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। জনগণের সাথে তামাশা করা হচ্ছে। সরকারের উদাসীনতা এবং ব্যর্থতা এর জন্য দায়ী।
তিনি আরও বলেন, তাদের বিভিন্ন মন্ত্রী বলেছেন, বিএনপি নাকি এর সঙ্গে জড়িত। এখনও যদি বিএনপি এসব নিয়ন্ত্রণ করে তাহলে তারা সরকারে কেন রয়েছে। তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পদত্যাগ করা উচিত।