শনিবার, বিসিবিতে এক বৈঠক শেষে একথা জানান ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব। আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দেশ ছাড়বেন সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সাকিব দুই সিরিজেই খেলবেন। তবে বিশ্রামের প্রয়োজন হলে সবগুলো ম্যাচ না-ও খেলতে পারেন। এখন থেকে সাকিব খেলবেন তিন ফরম্যাটেই, তার ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। এ সময় সাকিব বোর্ডের সকল সিদ্ধান্ত মেনে নিবেন বলেও জানান তিনি।
সাকিব বলেন, পাপন ভাইর সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।
এর আগে, সাকিব আল হাসানসহ বেশ কিছু ইস্যু নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন। নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর, গতকাল সন্ধ্যায় হঠাৎই পরিচালকদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন বিসিবি সভাপতি।
তিন ফরম্যাটেই সাকিবকে রেখেই নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে দেশের ক্রিকেটর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তালিকায় নতুন মুখ ইয়াসির আলী রাব্বী ও মাহমুদুল হাসান জয়। বাদ পড়েছেন সৌম্য সরকার, সাইফুদ্দিন, আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও শামীম পাটোয়ারি।