শনিবার রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে নবনর্নিমিত লীলী নাগ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমন আগের চেয়ে দেশে অনেক কমে গেছে। কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। যেহেতু ১৫ই মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে সামাজিক দুরত্ব ঠিকমত বজায় রাখা সম্ভব না সেহেতু আমাদের সব সময় মাস্ক পরে থাকতে হবে। এছাড়া সবাইকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থা কমিয়ে আনতে শ্রেণীকক্ষে মূল্যায়ন পদ্ধতি চালু করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। তবে নতুন মুল্যায়ন পদ্ধতির সাথে স্বল্প পরিসরে পরীক্ষা ব্যবস্থা থাকবে। এ সময় শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান দীপু মনি।
এর আগে সকালে পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।