বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পর্যালোচনা সভায় এসব কথা বলেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
এ সময় মেয়র তাপস জানান, ওষুধ, জনবল, কার্যক্রম, কোনো দিক দিয়েই ঢাকা দক্ষিণ সিটি পিছিয়ে নেই। একই সঙ্গে নগরীর খাল, নালাগুলোতে পানিপ্রবাহ নিশ্চিত করাও জরুরি। তিনি বলেন, আগামী চারমাস প্রতিটি বাড়িতে চিরুনি অভিযান চালানো হবে। আষাঢ় থেকে আশ্বিন এই চারমাস ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। এ সময় নগরবাসীকে কদম ফুলের গাছ লাগাতে আহ্বান জানিয়েছেন তিনি।
পর্যালোচনা সভায় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, তাদের কাছে মশা মারার জন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে।