বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, কেবল ১২ কেজি নয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৩৯০ টাকা। গেল মাসেও এ দাম ছিল ১ হাজার ২৪০ টাকা। সে হিসাবে এখন থেকে বাসাবাড়ির জ্বালানিতে সিলিন্ডার গ্যাসের গ্রাহকদের ব্যয় বাড়লো ১৫০ টাকা ৫৬ পয়সা।
এর আগে, গেল মাসেও বাড়ানো হয় এলপি গ্যাসের দাম। বিইআরসি বলছে, রাশিয়া- ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠছে। যার প্রভাবে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির দাম বেড়েই চলেছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। অবশ্য গেল জানুয়ারি মাসে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ১২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করা হয়। এরপর থেকে দু’দফায় বাড়লো গৃহস্থালি কাজে ব্যবহৃত জ্বালানি গ্যাসের দাম।
এদিকে, চলতি মার্চ মাসের জন্য বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও। লিটারপ্রতি ৬ টাকা ৯৭ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের দাম করা হয়েছে ৬৪ টাকা ৭৮ পয়সা। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৮১ পয়সা।
সৌদি সিপি অনুসারে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৮৯৫ এবং ৯২০ ডলারে উঠেছে। যা গতমাসে ছিল ৭৭৫ ডলার। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় মার্চ মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।