সোমবার সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার শিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর এবং আনিছুর রহমান। প্রথম বৈঠকের মাধ্যমে কাজ শুরু করেছেন তারা।
এর আগেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের জন্য বরাদ্দ কক্ষ সাজানো গোছানো হয়। সেখানে লাগানো হয়েছে নতুন নেমপ্লেট। নির্বাচন কমিশনের কর্মকর্তারা সকাল থেকেই অফিসে আসতে শুরু করেন।
এর আগে রবিবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশনের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করান।
স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলো। গেল ২৭শে জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বিল ২০২২ জাতীয় সংসদে পাশ হয়।
নতুন নির্বাচন কমিশন (ইসি) সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ব্যক্তি পর্যায় থেকে নাম নেওয়া ছাড়াও বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা হস্তান্তর করেন। সেখান থেকে রাষ্ট্রপতি পাঁচজনের নাম ঘোষনা করেন।