রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রকাশকরা আমাদের আরও সময় বাড়াতে অনুরোধ করেছিল। কিন্তু এতটুকুই সময় বৃদ্ধি করা হলো।
তিনি বলেন, বইমেলায় স্বাস্থ্যবিধি মানা কঠিন বলেই পরিসর বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যারা বইমেলায় ঘুরতে যান, তাদেরকেই আসলে সচেতন হতে হবে।
এর আগে, বাংলাদেশ লেখক পাঠক প্রকাশক পরিষদের পক্ষ থেকে বইমেলার সময়সীমা বাড়ানোর আহ্বান জানানো হয়। সংগঠনটির সদস্য সচিব নীলসাধু বলেন, করোনা মহামারি পরিস্থিতি উন্নত হওয়ায় বইমেলার আয়োজক বাংলা একাডেমিকে অনুরোধ করব বইমেলার সময়সীমা আগামী ১৭ই মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হোক। দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। ফলে বইমেলার সময় বাড়ালে আমরা বরং আরও নতুন পাঠক ক্রেতা দর্শনার্থীদের মেলায় পাবো।
করোনা মহামারির কারণে এবার অমর একুশে বইমেলা গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হয়েছিল। মেলা শেষ হওয়ার কথা ২৮শে ফেব্রুয়ারি।